সিঙ্গাপুরে করোনা টিকার ‘ভুল’ ডোজ পেয়েছেন ১৩০ জন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ১২:৪৬

সিঙ্গাপুরে অন্তত ১৩০ জনকে করোনা টিকার ভুল ডোজ দেওয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক তথ্যে উঠে এসেছে। 


এ বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্য বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিল পুথুচেরি জানিয়েছেন, করোনা টিকার মাত্রাতিরিক্ত ডোজ প্রয়োগের ফলে ১১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে (২৬ সেপ্টেম্বরের তথ্যানুযায়ী), আর ১১৯ জনকে পরিমিত মাত্রায় টিকার ডোজ না দেওয়ায় তারাও শারীরিক জটিলতায় পড়েছেন। এর মধ্যে সাতটি শিশুও রয়েছে, যাদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। তবে তাদের মধ্যে কোনো জটিলতার তথ্য পাওয়া যায়নি।


একটি ক্লিনিকে গত মাসে দুই রোগীকে ফাইজার-বায়োএনটেকের টিকার পুরো ডোজ একবারে দেওয়ার পর তাদের একজনের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় (মাথা ব্যথা, হার্ট রেট বেড়ে যাওয়া)। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অপর ব্যক্তির শারীরিক কোনো সমস্যা হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us