এক দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ০২:১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৬১ জন ডেঙ্গুতে প্রাণ হারায়। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ২৯ জন। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মারা গেছে ৩২ জন।


সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫২৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সবশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫২ জন এবং দেশের অন্যান্য জেলার হাসপাতালে ১৭৩ জন ভর্তি হয়েছে।


গত সেপ্টেম্বরেই দেশে ৯ হাজার ৯১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৪ জন। সব মিলিয়ে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত (৩ সেপ্টেম্বর) দেশে ১৭ হাজার ৮২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১৫ হাজার ৬১৫ জন।


এ বছর দেশের ৫০টি জেলাতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা কক্সবাজারে। এই জেলায় এ পর্যন্ত ১ হাজার ২৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।


Advertisement


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us