৭ দিনে বাড়লো ১০ প্রেক্ষাগৃহ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৯

দ্বিতীয় সপ্তাহে এসে ‘অপারেশন সুন্দরবন’-এর হল সংখ্যা বাড়লো ১০টি। ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৩৫ প্রেক্ষাগৃহে মুক্তি পায় র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ প্রযোজিত এই ছবিটি।


সেটি নতুন সপ্তাহে (৩০ সেপ্টেম্বর-৬ অক্টোবর) চলবে ৪৫টি প্রেক্ষাগৃহে। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই নিশ্চিত করলেন এর নির্মাতা দীপংকর দীপন।
 
র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির প্রথম সপ্তাহে সারাদেশের দর্শকদের প্রশংসা কুড়ায়।



দীপন বলেন, ‘ছবিটি মুক্তির পর এখন পর্যন্ত কোনও নেতিবাচক রিভিউ পাইনি। যারা দেখেছেন সবাই প্রশংসা করেছেন। দর্শকদের কাছে এক উপভোগ্য ছবি এটি। আপাতত এটাই বড় প্রশান্তি। তবে এখন আমাদের লক্ষ্য ধারাবাহিকভাবে ছবিটিকে দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে পৌঁছে দেওয়া।’ 



ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান, রিয়াজ, নুসরাত ফারিয়া, দর্শণা বনিক, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।


চলতি সপ্তাহে ঢাকায় চলবে যেসব প্রেক্ষাগৃহে-



স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার-এস কে এস টাওয়ার মহাখালী, বিজয় সরণি, সনি স্কয়ার-মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), চিত্রামহল (ইংলিশ রোড), আনন্দ (ফার্মগেট), সৈনিক ক্লাব (বনানী), গীত সিনেমা (ধোলাইপাড়), বিডিআর (পিলখানা)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us