রাশিয়ার স্কুলে বন্দুকধারীর হামলা, ১১ শিশুসহ নিহত ১৭

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৮

রাশিয়ার একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১১ শিশুসহ ১৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২২ জনই শিশু।


আজ বার্তা সংস্থা এপি তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, 'স্কুল নং ৮৮' নামে পরিচিত স্কুলটি মস্কো থেকে ৯৭০ কিলোমিটার দূরে ইঝেভস্ক অঞ্চলে অবস্থিত। হামলাকারীর পরনে নাৎসি বাহিনীর 'স্বস্তিকা' চিহ্ন সম্বলিত কালো রঙের টি-শার্ট ছিল। নিহতদের মধ্যে স্কুলটির শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও নিরাপত্তাকর্মী আছেন।


রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, হামলাকারীর নাম আর্তেম কাজানসেভ। তার বয়স ৩৪ এবং তিনি এই স্কুল থেকেই পাস করেছেন। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।


তদন্ত কমিটি আরও জানিয়েছে, বন্দুকধারী বালাক্লাভা (স্কিইংয়ের জন্য ব্যবহৃত মুখোশ) পরে ছিলেন। কমিটি ওই ঘটনার একটি ছোট ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বন্দুকধারী শ্রেণিকক্ষের মেঝেতে পড়ে আছেন। তার চারপাশে এলোমেলো অবস্থায় আসবাবপত্র ও কাগজ ছড়ানো রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us