গুগল নয়, সার্চ ইঞ্জিন হিসেবে টিকটককেই বেছে নিচ্ছে 'জেনারেশন জেড'!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৮

খুব বেশিদিন আগের কথা নয়, সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের দৃঢ়তা এত বেশি ছিল যে এটিকে অজেয় হিসেবেই মনে করা হতো। কিন্তু বর্তমানে 'জেনারেশন জেড', অর্থাৎ নব্বইয়ের দশকের শেষদিকে এবং চলতি শতাব্দীর প্রথম দশকে যাদের জন্ম, তাদের কাছে গুগলের জনপ্রিয়তা দিন দিন কমে আসছে। বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে টিকটককে!   


একটি নির্দিষ্ট প্রজন্মের কাছে গুগলের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার বিষয়টি গুগল কর্তৃপক্ষেরও চোখ এড়ায়নি। প্রতিষ্ঠানটির একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রভাকর রাঘবন জানিয়েছেন, তাদের অভ্যন্তরীণ গবেষণা অনুযায়ী, জেনারেশন জেড এর ৪০ শতাংশ মানুষ কোনো তথ্য পাওয়ার জন্য গুগলের পরিবর্তে ইনস্টাগ্রাম বা টিকটকে সার্চ দেয়। 


২২ বছর বয়সী টিকটক ব্যবহারকারী রোজা রদ্রিগেজ বলেন, "আগে যখন আমার কোনো বিষয়ে সন্দেহ থাকতো, আমি গুগলের কাছে ছুটতাম। কিন্তু এখন আমি টিকটকে সেই তথ্য খুঁজি। টিকটকের কন্টেন্টগুলোর মানের কারণেই আমি তাদের উপর বেশি ভরসা রাখি। শুধুমাত্র যখন টিকটকে আমি আমার মনমতো তথ্য পাই না কিংবা একেবারেই খুঁজে পাই না, তখন গুগলের শরণাপন্ন হই... আর সত্যি কথা হচ্ছে, এমনটা খুব কম সময়ই হয়।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us