পঞ্চগড়ে নৌকাডুবি: আরও ১৫ মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৩৯ নিখোঁজ অন্তত ৫০

ডেইলি স্টার প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৯

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ আরও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।


গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।


পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল ২৪ জনের এবং আজ আরও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল।


উদ্ধার কার্যক্রমের কন্ট্রোল রুমের প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের তথ্য অনুযায়ী ৬৫ জনের একটি তালিকা করা হয়েছিল। সেখানে একাধিকবার এসেছে এমন নামও রয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us