বিরোধীরাও অন্তরে ইভিএম বিশ্বাস করে: নির্বাচন কমিশনার আলমগীর

প্রথম আলো প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৪১

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১২ কোটি ভোটারের আস্থা আছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, ‘যেসব দল ইভিএমের বিরোধিতা করে, তারাও অন্তরে বিশ্বাস করে ইভিএম ভালো।’ এ ছাড়া আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলেও মনে করেন তিনি।


আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর এ কথা বলেন।


ইভিএম নিয়ে প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ১২ কোটি ভোটারের পরিপূর্ণ আস্থা আছে। যাঁরা আস্থা নেই বলছেন, তাঁদের অন্তরে হয়তো আস্থা আছে। এটি হয়তো রাজনৈতিক কৌশল। তিনি বলেন, যাঁরা ইভিএমের বিরোধিতা করছেন, তাঁরা অনানুষ্ঠানিকভাবে যখন নির্বাচন কমিশনের কাছে আসেন, তখন ইভিএমে নির্বাচন দেওয়ার কথা বলেন।


নির্বাচন কমিশনার আরও বলেন, একটি দল ইভিএমের বিরোধী। কিন্তু তাঁদের একজন সংসদ সদস্য লিখিতভাবে ইসিকে অনুরোধ করেছেন, তাঁর এলাকায় ইভিএমে ভোট করার জন্য। এর মানে, তিনি অন্তরে বিশ্বাস করেন ইভিএম ভালো।


এটি শুধু একজনের মনোভাব কি না—এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ‘উনি (সংসদ সদস্য) না, সবাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
১ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us