দখলকৃত এলাকা রাশিয়ায় যুক্ত করতে জরুরি ভোটের প্রস্তুতি

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩

ইউক্রেনে হামলা চালিয়ে দখলে নেওয়া চারটি অঞ্চলে জরুরিভিত্তিতে গণভোটের পরিকল্পনা ঘোষণা করেছে রুশপন্থী নেতারা। এতে করে ওই অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার পথ প্রশস্ত হবে। ইউক্রেনের এসব উত্তর-পূর্ব অঞ্চলের রুশ কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহেই রাশিয়ায় যোগদানের জন্য ভোট চান তারা। বিবিসি জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার আগ্রাসন অনেকটাই কমে গেছে এবং উত্তর-পূর্বের কিছু অংশ পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় সেনারা।


এর আগে ২০১৪ সালে ইউক্রেন থেকে জোরপূর্বক ক্রিমিয়া দখল করে গণভোটের আয়োজন করেছিল রাশিয়া। তা নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা হয়েছিল।   অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার ওই গণভোটের আয়োজনকে কখনোই স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক মহল। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত দখলে নেওয়া ইউক্রেনের এলাকাগুলোতেও গণভোটের আয়োজনের পরিকল্পনার কথা জানানো হচ্ছে। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের খারসন, দোনেৎস্ক, লুহানস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতেই গণভোটের আয়োজন চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

কিয়েভে সিরিজ বিমান হামলা রাশিয়ার

সমকাল | ইউক্রেন
৩ সপ্তাহ, ৪ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us