সাধারণত জিমেইলে তথ্য আদান প্রদান করতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক। শুধু জিমেইল কেন, যেকোনো ধরনের ইমেইল সার্ভিস ব্যবহারের জন্যই দরকার ইন্টারনেট। তবে সম্প্রতি টেক জায়ান্ট গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে ইন্টারনেট সংযোগ ছাড়াই জিমেইল ব্যবহার করতে পারবেন।
তবে ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহারের সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের মানতে হবে কিছু কৌশল। চলুন সেসব ধাপে ধাপে জেনে নিই-
জিমেইল অফলাইন মুড অন করুন
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইলের এই সুবিধা শুধু মাত্র ডেস্কটপ ভার্সনে ব্যবহার করা যাবে। এখানে কোনো ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইন মুড অন করে জিমেইলে সবধরনের সুবিধা ব্যবহার করা যাবে।
এমনকি ব্যবহারকারীদের ইনবক্স চেক, মেসেজ রিড/আনরিড ও প্রয়োজন সাপেক্ষে মেইল সেন্ডও করতে পারবেন। তবে পুরো সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র গুগল ক্রম ব্যবহার করে।