জামায়াত ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিএনপি ও অলি

সমকাল প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে নিয়ে ২০ দলীয় জোটের প্রধান দল বিএনপি ও জোটের অন্যতম শরিক এলডিপির পরস্পরবিরোধী অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। জামায়াতে ইসলামীকে দূরে রেখে বিএনপির 'বৃহত্তর জাতীয় ঐক্য' গড়ার প্রক্রিয়ার মধ্যে আবারও বিতর্কিত দলটিকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিলেন জোটের অন্যতম শরিক এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এলডিপির উদ্যোগে কর্নেল অলির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি। হঠাৎ তাঁর এ বক্তব্যে বিস্মিত হয়েছেন বিএনপিসহ নিষ্ফ্ক্রিয় জোটটির নেতারা।


সভায় কর্নেল অলি ঘোষণা করেন, আগামী সরকার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে তাঁর দল এলডিপি, নাগরিক ঐক্য ও জামায়াত। এ সময় ঐক্যবদ্ধভাবে আন্দোলনেরও ইঙ্গিত দেন অলি। ওই সভায় পাশে বসা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনিও আগামীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ব্যাপারে একমত পোষণ করে বক্তব্য দেন। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াত না থাকার ঘোষণার পরও তিনি এ দলটিকে নিয়ে নতুন করে পথচলা শুরুর ঘোষণা দিলেন। এ পরিস্থিতিতে আবারও বিরোধী রাজনৈতিক শিবিরে আলোচনায় এসেছেন অলি আহমদ। প্রকাশ্যে অলির বক্তব্যকে গুরুত্ব না দিলেও ভেতরে ভেতরে অসন্তুষ্ট বিএনপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us