প্রধানমন্ত্রী ফের অম্লমধুর

দৈনিক আমাদের সময় মোস্তফা কামাল প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৮

ফেলে-ছেড়ে কথা বলা তার অভিধানেই নেই, বিশেষ করে সংবাদ সম্মেলনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করে জবাব পাওয়া যায় না- এমন রেকর্ড নেই। কথা চিবান না, আমতা আমতা করেন না। অর্ধেক বলেন না। পুরো কথা তো বলেনই, সাপ্লিমেন্টারির মতো দুই-চার কথা বাড়তিও বলেন। এর মধ্য দিয়ে বিষয়টি সম্পর্কে তার মন-মর্জি ও অভিপ্রায়ও চট বরে বুঝে নেওয়ার সুযোগ আছে সাংবাদিকদের। তা দর্শক, পাঠক ও শ্রোতার জানা-বোঝার জন্যও জুতসই।


প্রধানমন্ত্রীর এ বৈশিষ্ট্যের আরেক ঝলক দেখা গেছে গত বুধবার সংবাদ সম্মেলনেও। তার সাম্প্রতিক ভারত সফরের অভিজ্ঞতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলনটি শেষতক ভারত-বাংলাদেশ বা তার সফর নিয়ে থাকেনি, কথা চলে গেছে নানা দিকে। টাকা পাচার নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মুখের ওপর সোজা কথায় বলে দেন- ‘বিষয়টি নজরদারিতে আনার কারণেই সবাই জানতে পেরেছেন। আপনারা খুঁজে বের করেননি তো। আবার এমন এমন ব্যক্তি অর্থপাচারের তথ্য আছে- সেটি আপনারা লিখবেন কিনা আমার সন্দেহ আছে। বহু তথ্য... অনেক স্বনামধন্যদের ব্যাপারেও তথ্য আমার কাছে আছে। এটি আমাদের দুদক ও ব্যাংকের মাধ্যমে তথ্য আসছে। তবে সেটি আপনারা লিখবেন কিনা, তা দেখব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us