বিদ্যুতের বাজারে বারবার পরীক্ষা নিরীক্ষা বন্ধের সময় এসেছে

বণিক বার্তা ইয়ানিস ভারোফাকিস প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩১

ঠিক আমার জানালার উল্টোদিকে পাহাড়ি জায়গায় থাকা বায়ুবিদ্যুতের টারবাইনের ব্লেডগুলো আজ আরো প্রবল শক্তিতে ঘুরছে। গত রাতের ঝড়ের কারণে এখনো বেশ বাতাস বইছে, ফলে বিদ্যুৎ গ্রিডে বাড়তি কিছু কিলোওয়াট যুক্ত হচ্ছে প্রায় শূন্য বাড়তি খরচ দিয়েই (অর্থনীতিবিদদের ভাষায় বলা যায় প্রান্তিক ব্যয় দিয়ে)। কিন্তু জীবনযাত্রার প্রবল ব্যয়ের সংকট শেষ করার লড়াইয়ে শামিল জনগণকে অনেক বেশি ভুগতে হতো যদি এসব কিলোওয়াট তৈরিতে টেক্সাস থেকে গ্রিসের উপকূলে আনা বেশ ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হতো। গ্রিস ও ইউরোপের বাইরেও এমন অযৌক্তিকতা বেশ ভালোভাবেই ছড়িয়ে রয়েছে যেটা শেষ হওয়া দরকার।


মূলত একটি বিভ্রম থেকেই এ অযৌক্তিকতার শুরু, বিভিন্ন রাষ্ট্র একটি প্রতিযোগিতামূলক কিন্তু দক্ষ বিদ্যুৎ বাজারকে অনুকরণ করতে পারে। যেহেতু আমাদের বাড়ি বা ব্যবসা ক্ষেত্রে শুধু একটি বৈদ্যুতিক তার প্রবেশ করতে পারে, সেই বিষয়টিই বাজারের ওপর ছেড়ে দিলে তা একটি নিখুঁত একচেটিয়ার দিকে পরিচালিত হবে। তাতে এমন একটি ফল আসবে যেটা কেউ চায় না। ফলে সরকার সিদ্ধান্ত নেয় যে জনগণের উপযোগিতাকে প্রতিস্থাপনে তারা একটি প্রতিযোগিতামূলক বাজারকে অনুকরণ করতে পারে যেখানে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করা হয়। কিন্তু সেটা তারা পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us