মাহমুদউল্লাহর বাদ পড়ার ব্যাখ্যায় যে উদাহরণ টানলেন শ্রীরাম

যুগান্তর প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫১

অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে বাদ দিয়েই বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। 



ঘোষণার পর পরই মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে এ শুরু হয় বিস্তর আলোচনা ও বিতর্ক।  বিসিবির নির্বাচকদের এই সিদ্ধান্ত সঠিক মানতে রাজি নন অনেকে, কেউ আবার বলছেন, টি-টোয়েন্টির মেজাজে খেলতে না পারা মাহমুদউল্লাহকে বাদ দিয়ে ঠিকই করেছে বিসিবি।


তবে পারফরম্যান্স বিচারে নাজমুল হাসান শান্তকে না নিয়ে মাহমুদউল্লাহই যোগ্য ছিল বলে মনে করছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।


সে বিচারে মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে একটি উদাহরণ টানলেন টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।


তিনি বোঝাতে চাইলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে পারফরম্যান্স মুখ্য নয়, ক্রিকেটাররা ম্যাচে কতেটা প্রভাব বিস্তার করতে পারেন সেটাই মূল আলোচ্য।


শ্রীরাম বলেন, পারফরমাররা থাকার পরও যে কোনো দল হেরে যেতে পারে। কিন্তু আমাদের দলে যদি বেশি সংখ্যক প্রভাব বিস্তার করা খেলোয়াড় থাকে, তাহলে আমরা বেশি ম্যাচ জিতব।  টি-টোয়েন্টিতে প্রভাব সব কিছুকে ছাপিয়ে যায় এমনকি পারফরম্যান্সকেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

‘কোনো কথা হবে না—মাইর, মাইর’ : হৃদয়কে মাহমুদউল্লাহ

প্রথম আলো | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১ মাস, ২ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us