বেতন পায় যে ছাগল

প্রথম আলো প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫

পকেটে বেতন ঢুকলে চাকরিজীবীদের মন ভালো হয়ে যায়—এটাই স্বাভাবিক। এই চাকরিজীবী কারা, প্রশ্ন করলে নির্দ্বিধায় জবাব আসবে মানুষ। তবে যদি বলা হয় ছাগলও চাকরি করে বেতন বাগিয়ে নিচ্ছে, তাহলে চোখ কপালে উঠবেই। যুক্তরাজ্যে এমন ঘটনাই ঘটছে। সে দেশে বেতন পাওয়া ছাগলটির নাম চতুর্থ শেনকিন।


দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস–এর খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সবচেয়ে পুরোনো ও অভিজ্ঞ রেজিমেন্ট হলো রয়্যাল ওয়েলশ। এই রেজিমেন্টের মাসকট একটি ছাগল। এ কারণে ১৭৭৫ সাল থেকে বাহিনীটিতে ছাগলের জন্যও একটি পদ রাখা হয়েছে। রেজিমেন্টের তৃতীয় ব্যাটালিয়নের সেই পদে এখন রয়েছে ছাগল চতুর্থ শেনকিন।


রেজিমেন্টে ছাগলের জন্য পদ রাখার কারণ পরিষ্কার করেছে রয়্যাল ওয়েলশ মিউজিয়াম। তারা বলছে, আমেরিকার স্বাধীনতাযুদ্ধে বাংকার হিলের লড়াইয়ের সময় একটি ছাগল দলছুট হয়েছিল। সেই ছাগলটিকে অনুসরণ করে যুদ্ধক্ষেত্র থেকে সরে যায় রয়্যাল ওয়েলশ রেজিমেন্টের একদল সৈন্য। এরপর থেকেই তারা সৌভাগ্যের আশায় নিজেদের কাছে ছাগল রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us