বাবা বলেছে আরো ভালো করতে হবে : মারুফা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৩

সৈয়দপুরের নীলফামারী অঞ্চল থেকে উঠে এসে আজ বাংলাদেশ জাতীয় নারী দলে তিনি। পেছনে ফেলে এসেছেন সংগ্রাম মাখা এক ইতিহাস। যে বাবার সঙ্গে কৃষিকাজও করেছেন এক সময়। এবার সেই মারুফা আক্তার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে দুবাইয়ের বিমান ধরবেন। দেশ ছাড়ার আগে এই পেসার জানিয়ে গেছেন তার বাবা আরো ভালো করার তাগিদ দিয়েছেন।


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বেন নারী দলের ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পেসার মারুফা জানালেন এখন সবার থেকেই বেশ ভালো সমর্থন পাচ্ছেন তিনি, একইসাথে তার বাবা আরো ভালো খেলার তাগিদ দিয়েছেন।



এ প্রসঙ্গে মারুফা বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবাই অনেক খুশি হয়েছে, বাবা বলেছে আরো ভালো খেলতে হবে। সামনে আরো সুযোগ আসবে সেগুলো কাজে লাগিয়ে ভালো করতে হবে।’


নিজের পেস বোলিংয়ের সুবিধা সবসময় নিতে পারেন মারুফা। ইচ্ছা করলেই দিতে পারেন বলে সুইং। এ নিয়ে তিনি বলেন, ‘সুইংটা আমার ন্যারাচাল, ছোট থেকেই খেলাধুলা করতাম। এরপর বিকেএসপিতে খেলাধুলা করেছি। ফলে সুইংটা এখন আমার ন্যাচারাল।’


দলে সুযোগ পেয়ে মারুফা প্রথমে ফোন করে তার ভাইকে জানিয়েছেন এই সুখবর। একইসঙ্গে জানালেন তার ভাই তার ক্রিকেটের অনুপ্রেরণা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us