ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শিকারি মোহম্মদ শামি

আমাদের সময় প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫

নেপিয়ারে নজির গড়লেন ভারতীয় পেসার মোহম্মদ শামি। বুধবার ম্যাকলারেন পার্কে একদিনের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মার্টিন গাপটিলকে আউট করে এই কীর্তি গড়েন শামি। একদিনের ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে তিনিই দ্রুততম ১০০ উইকেটের মালিক হলেন।৫৫ ম্যাচে ৯৯টি উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে নেমেছিলেন মোহম্মদ শামি। শততম উইকেট থেকে একধাপ দূরে দাঁড়িয়ে থাকা শামি বুধবার নিজের প্রথম ওভারেই সেই কীর্তি গড়েন। ওভারের পঞ্চম বলে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে বোল্ড করে একদিনের কেরিয়ারে শততম উইকেটটি তুলে নেন শামি।৫৬ তম ম্যাচে শততম উইকেট তুলে নিয়ে এদিন নজির গড়লেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে এখন তিনিই দ্রুততম একশো উইকেট শিকারি হলেন। ইরফান পাঠানকে টপকে এই নজির গড়লেন শামি। ৫৯ ম্যাচে একশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ইরফান পাঠান। পাঠানকে সরিয়ে এখন ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে শামি।একদিনের ক্রিকেটে বিশ্বে দ্রুততম ১০০ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ৪৪ ম্যাচে তিনি এই নজির গড়েচিলেন। ট্যুইটার আইসিসি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us