যেভাবে এখনো ফাইনাল খেলতে পারে ভারত

প্রথম আলো প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০

পাকিস্তানের হারে হারে সুপার ফোর শুরু, তারপর গতকাল শ্রীলঙ্কার কাছেও হার। এশিয়া কাপে ভারতের ফাইনাল খেলার আশা প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। ক্ষীণ যে আশাটুকু আছে, সেটা শুধু অঙ্কের হিসেবে। ১১ সেপ্টেম্বর দুবাইয়ের ফাইনালে ভারত থাকবে—এমন আশা সম্ভবত ঘোরতর ভারত সমর্থকেরাও করতে সাহস করছেন না এখন। তারপরেও নানান সমীকরণ মিলিয়ে এখনো ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া যায় ভারতকে। সেই সমীকরণটা কী রকম, চলুন দেখে নেওয়া যাক।


গতকাল ভারতকে হারানোর আগে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকেও হারিয়েছে শ্রীলঙ্কা। আপাতত ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে দাসুন শানাকার দল। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান সুপার ফোরে একটাই ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, ভারতকে সেই ম্যাচে হারানোর পর আপাতত পাকিস্তানের পয়েন্ট ২। ভারত এবং আফগানিস্তান সুপার ফোরে এখনো কোনো ম্যাচে জেতেনি, দুই দলেরই তাই পয়েন্ট শূন্য। তবে ভারত খেলেছে দুটি ম্যাচ, আফগানিস্তান একটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us