আমি তাঁর আরেক ছেলে ছিলাম, বলেই কান্নায় ভেঙে পড়েন মনির খান

সমকাল প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৪

'আমাদের একটি সূর্য নিভে গেলো। এমন কোনো দিন নেই তার সঙ্গে আমার ফোনে কথা হতো না। একদিন ফোন না দিলেই তিনি ফোন করে আমার খোঁজ নিতেন। জানতে চাইতেন আমার শরীর ভালো আছে কিনা। সেই তিনি আজ নেই।' গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন মনির খান।


রোববার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের মৃত্যুবরণ করেন দেশেল অসংখ্য কালজয়ী গানের গানের কিংবদন্তি গীতিকার  গাজী মাজহারুল আনোয়ার। তার মৃত্যুর খবরে শোক-শ্রদ্ধা জানতে হাসপতালে ছুটে আসেন শুভাকাঙক্ষীসহ শোবিজের বিভিন্ন অঙ্গনের মানুষ। ছুটে আসেন মনির খানও। 


এ সময় তিনি বলেন, বিশ্ব জানে তাঁর সম্পর্কে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি তার সন্তানতূল্য ছিলাম। তিনি সবসময বলতেন আমার দুটি ছেলে একটা উৎপল আরেকজন মনির। 


মনির খান কাান্না জড়িতে কণ্ঠে বলেন, 'তাঁর আদর, স্নেহ, শাসন সব কিছু থেকেই আজ থেকে বঞ্চিত হব। তিনি তো আমাদের একটি প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আর আসবে কিনা তা বলা যায় না। আমাদের একটি সূর্য নিভে গেলো।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us