দেশে বর্তমানে মোবাইল গ্রাহকসংখ্যা ১৮ কোটি ৪০ লাখ এক হাজার। বর্তমানে দেশে চারটি মোবাইল কোম্পানির গ্রাহক রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
সংসদে দেওয়া মন্ত্রীর তথ্যানুযায়ী— গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৮ কোটি ৪০ লাখ, সিমের সংখ্যা ১১ কোটি ১৪ লাখ, রবি আজিয়াটার গ্রাহকসংখ্যা ৫ কোটি ৪৮ লাখ, সিমের সংখ্যা ১০ কোটি ২৬ লাখ, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৮৫ লাখ, সিমের সংখ্যা ৮ কোটি ২৬ লাখ আর টেলিটক বাংলাদেশ লিমিটেডের গ্রাহকসংখ্যা ৬৭ লাখ এক হাজার, সিমের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ। গ্রাহকসংখ্যা বলতে মন্ত্রী জানিয়েছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফাইড সাবস্ক্রিপশনকে বুঝানো হয়েছে।