হাই কোর্টে জামিনের আদেশ হলেও আপিল বিভাগে গিয়ে তা গেছে আটকে; ফলে মুক্তি মিলছে না নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্তার মামলার আসামি মার্জিয়া আক্তার শিলার।
রাষ্ট্রপক্ষের করা আবেদনে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাই কোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন।
সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটির আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ২৯ অগাস্ট দিন ঠিক করে দিয়েছেন তিনি।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। মার্জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম ও আইনজীবী মো. কামাল হোসেন।
পরে কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট মার্জিয়া আক্তার শিলাকে যে জামিন দিয়েছিলেন, তা চেম্বার আদালত স্থগিত করে আদেশ দিয়েছেন। এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৯ অগাস্ট সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।”
গত ১৬ অগাস্ট মার্জিয়াকে ছয় মাসের জামিন দেয় বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ।