অফিস সিনড্রোম কী?
বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী, বিশেষ করে যাঁরা শহরে বাস করেন, তাঁরা সপ্তাহে পাঁচ-ছয় দিন, এমনকি সাত দিন পর্যন্ত অফিস করেন। অনেকেই আছেন, যাঁরা দিনের ১২ থেকে ১৪ ঘণ্টা কাটিয়ে দেন অফিসে।
বাংলাদেশের ব্যাংকারদের ওপর পরিচালিত একটি গবেষণা জানাচ্ছে, যাঁরা বেশি সময় অফিসে বসে কাজ করেন, তাঁদের ঘাড়, কোমর, হাঁটু বা কাঁধ ব্যথা হওয়ার প্রবণতা যাঁরা কম সময় বসে থাকেন, তাঁদের চেয়ে অনেক বেশি। এককথায় যাকে বলা যায় ‘অফিস সিনড্রোম’।