‘আমি অন্তঃসত্ত্বা নই...’, বিপাশা, দেবিনার সুখবর আসা মাত্র হঠাৎ কেন এমন লিখলেন অনিতা?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ১১:১৬

একই দিনে জোড়া সুখবর। এক দিকে দেবিনা-গুরমিতের বাড়িতে নতুন অতিথি আগমনের খবর, অন্য দিকে বিপাশা-কর্ণেরও জীবনের নতুন অধ্যায় শুরুর বার্তা। দুই জুটিই নিজেদের আনন্দের কথা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। যখন হবু মা বিপাশার ছবিতে বুঁদ নেটপাড়া, তখনই দ্বিতীয় বার সন্তানসম্ভবার খবর ঘোষণা করেন দেবিনা-গুরমিত। আর তা দেখেই নিজের সেই দিনগুলোয় ফিরে গেলেন অভিনেত্রী অনিতা হাসনন্দানি।


এক বছর আগের স্মৃতিতে ফিরলেন অভিনেত্রী।অন্তঃসত্ত্বাকালীন অবস্থার ছবি আবারও ভাগ করে নিলেন। তবে এই পোস্ট কি নিছকই স্মৃতিচারণের ভাবনা থেকে? না কি পিছনে রয়েছে অন্য কোনও কারণ। ছবিতে তাঁর লেখা কিন্তু তেমনই ইঙ্গিত দেয়। অঙ্কিতা লেখেন, ‘না আমি ফের মা হচ্ছি না’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us