আরও বিপদে আমির, ‘লাল সিং চাড্ডা’ নিয়ে পুলিশে অভিযোগ আইনজীবীর

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১৮:২০

মুক্তির আগে থেকেই ‘লাল সিং চাড্ডা’ নিয়ে নানা বিতর্কে বিপর্যস্ত আমির খান। তাঁর অভিনীত ছবিটি বয়কটের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিল একদল প্রতিবাদকারী। ১১ আগস্ট ছবিটি মুক্তির পর সেই প্রতিবাদ রূপ নেয় বিক্ষোভে। ‘লাল সিং চাড্ডা’ প্রদর্শনী বাতিলের দাবিতে বিক্ষোভ হয় ভারতের বেনারস ও পাঞ্জাবে। দর্শকও মুখ ফিরিয়ে নেন ছবিটি থেকে। রাখিবন্ধন, ভারতের স্বাধীনতা দিবসের উৎসবে ছবিটি মুক্তি পেলেও দর্শক না হওয়ার আশঙ্কায় দ্বিতীয় দিনে ছবির ১ হাজার ৩০০ শো বাতিল করা হয়। এবার আরও বিপদে আমির খান। ভারতীয় সেনাবাহিনীকে অসম্মান ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ছবির প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।



গতকাল দিল্লির আইনজীবী বিনীত জিন্দাল পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই আইনজীবী ১৫৩, ১৫৩ ক, ২৯৮ ধারায় অভিযোগটি এফআইআর হিসেবে লিপিবদ্ধ করার আবেদন করেছেন। এই ধারাগুলো দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উসকানি দেওয়া, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us