১৪ বছর আগে ক্রিকেটকে বিদায় জানালেও আবারো ক্রিকেট মাঠে ফিরছেন সৌরভ গাঙ্গুলী। তাও আবার নিজের ঘরের মাঠ ইডেনে গার্ডেন্সে।
বারতের স্বাধীনতার প্লাটিনাম জয়ন্তী (৭৫ বছর পূর্তি) পালন উপলক্ষ্যে আগামী ১৬ সেপ্টেম্বর লেজেন্ডস ক্রিকেটে ইডেনে সৌরভ গাঙ্গুলির ভারত নামবে মাঠে। প্রতিপক্ষ হিসেবে থাকবে বিশ্ব একাদশ। এবার অবশ্য চারটি দল অংশ নিচ্ছে এ আয়োজনে। তার মধ্যে ইন্ডিয়া মহারাজাস নামক দলকে নেতৃত্ব দিবেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়ার্ল্ড জায়ান্টস টিম। এই দলকে নেতৃত্ব দিবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ান মরগ্যান। এ বিষয়ে লিজেন্ডস লিগের কমিশনার রবী শাস্ত্রী বলেন, ‘একজন গর্বিত ভারতীয় হিসেবে অত্যন্ত তৃপ্তি নিয়ে আমি সবাইকে জানাতে চাই যে, এই বছরের লিজেন্ডস লিগটি আমরা স্বাধীনতার প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে উৎসর্গ করতে চাই।’ গাঙ্গুলি ছাড়াও ভারত মহারাজাস নামক দলটিতে খেলবেন বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, হরভজন সিং, ইরফান পাঠান ও পার্থিব প্যাটেল। যারা এক সময় সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে খেলেছিলেন।