সাকিব কেন এমন করলেন, ক্রিকেটপ্রেমীরা জানতে চান

প্রথম আলো প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ২০:৫২

বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি নিয়ে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে বিসিবির পদক্ষেপকে সমর্থন করছেন ক্রিকেটপ্রেমীরা। প্রতিষ্ঠানটির নাম বেটউইনার নিউজ, তবে এটি বেটিং (বাজি ধরার) প্রতিষ্ঠান বেটউইনারের একটি সহপ্রতিষ্ঠান। বাংলাদেশের আইনে যেকোনো ধরনের বাজি নিষিদ্ধ। দেশের আইন যেখানে এমন, সেখানে দেশের একজন শীর্ষ ও অভিজ্ঞ ক্রিকেটার কীভাবে একটি বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন, সেটি নিয়ে প্রশ্ন সবার। প্রথম আলো অনলাইনে এ নিয়ে প্রকাশিত সংবাদ ও অভিমতে সংখ্যাগরিষ্ঠ পাঠকের মন্তব্য এমনই। অনেকেই এ ব্যাপারে সাকিবের জনসমক্ষে ব্যাখ্যা দেওয়া উচিত বলে মনে করেন।


বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে চুক্তি বেশ কিছুদিন আগেই করেছিলেন সাকিব। বিসিবি ব্যাপারটি জানতে চেয়ে শক্ত অবস্থান গ্রহণ করে। তারা বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আর জাতীয় ক্রিকেট দলের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার আহ্বান জানায় সাকিবকে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল সন্ধ্যায় খবর আসে, বিসিবিকে পাঠানো এক ই-মেইলে বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা জানিয়েছেন সাকিব। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ-সংক্রান্ত সব ধরনের পোস্ট তিনি সরিয়ে ফেলবেন, নিজেকে উজাড় করে দেবেন দেশের ক্রিকেটের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us