ট্রেনের টিকিটের দাম ২০ রূপি বেশি রাখায় ২২ বছর মামলা লড়েছেন এক ভারতীয়!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ১৫:৫২

ট্রেনের টিকিটের দাম ২০ রূপি বেশি রাখায় ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছিলেন আইনজীবি টুংনাথ চতুর্বেদী। দীর্ঘ ২২ বছর সেই মামলা চলার পর আজ জয়ী হয়েছেন তিনি!


১৯৯৯ সালের এক দিনে উত্তরপ্রদেশের মথুরা স্টেশন থেকে মুরাদাবাদে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কিনতে গিয়েছিলেন চতুর্বেদী। সেদিন টিকিটের দাম ৭০ রূপির বদলে তার কাছ থেকে রাখা হয়েছিল ৯০ রূপি। অনেকের কাছে ২০ রুপি সামান্য মনে হলেও, টুংনাথ চতুর্বেদীর কাছে এটা ছিল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়াই।


সেদিন ২০ রূপি বেশি রাখার কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন টুংনাথ, কিন্তু কোনো ফল মেলেনি। এরপর তিনি মথুরার ভোক্তা অধিকার আদালতে নর্থ ইস্ট রেলওয়ে সার্ভিস বিভাগের বিরুদ্ধে অভিযোগ দেন। গত ২২ বছরে একশো শুনানি অনুষ্ঠিত হওয়ার পর গত সপ্তাহে মামলার রায় টুংনাথ চতুর্বেদীর পক্ষে আসে।


আদালত রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ক্ষতিপূরণস্বরূপ চতুর্বেদীকে ১৫,০০০ রূপি এবং সাথে ১২ শতাংশ সুদ প্রদান করতে। ৩০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ না করলে সুদের পরিমাণ বেড়ে ১৫ শতাংশে দাঁড়াবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us