মিম হাঁটছেন সাবধানি পায়ে

আজকের পত্রিকা প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ০৯:১৪

বয়স সাত কি আট হবে, ক্লাস থ্রিতে পড়ে রুহি। বিদ্যা সিনহা মিমের ‘পরাণ’ সিনেমাটি পাঁচবার দেখেছে। তাও বেশ কাঠখড় পুড়িয়ে। টিকিটই পাওয়া যাচ্ছিল না। এতটাই ভালোবাসা তৈরি হয়েছে, মাকে নিয়ে মিমের সঙ্গে দেখাও করতে এসেছে রুহি। মিমের জন্য নিয়ে এসেছে নিজ হাতে আঁকা একটি পেইন্টিং আর চকলেট। রুহিকে দেখে মিম আবেগাপ্লুত। বলেন, ‘আমার এবং সিনেমার প্রতি এতটুকু এক বাচ্চা মেয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ! নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। সব শ্রেণির দর্শক হলে আসছে। অনেকেই একাধিকবার দেখেছেন। অনেকে পরিবার নিয়ে সিনেমাটি দেখছেন। অনেক বছর পর প্রেক্ষাগৃহগুলোয় বাংলা সিনেমা নিয়ে এমন ঘটনা ঘটল।’



গত ১৪ বছরে দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন মিম। কিন্তু এত বড় সাফল্য পাননি আগে। তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি, প্রশংসা পাচ্ছি। মনে হচ্ছে পরাণকে ঘিরে উৎসব হচ্ছে। আমি পরিবার নিয়ে দেখতে গিয়েছিলাম। শো শেষে মায়ের বয়সী একজন এসে আমাকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। অভিনয়ের প্রশংসা করলেন। আমার চোখে পানি চলে আসল। পরাণ আমাকে সিনেমায় নতুন জীবন দিয়েছে।’



পরাণ সিনেমার সাফল্যের পর নতুন অনেক সিনেমারই প্রস্তাব আসছে মিমের কাছে। গত এক সপ্তাহে অন্তত ১০টি পাণ্ডুলিপি জমা পড়েছে তাঁর হাতে। এখন সেগুলো পড়েই দিন পার হয়ে যাচ্ছে। মিম বলেন, ‘ভুল সিদ্ধান্ত নিতে চাই না। পরাণ আমাকে যে উচ্চতায় নিয়ে গেছে, সেটা ধরে রাখতে চাই। যতই প্রস্তাব আসুক আর অনুরোধ আসুক, কোনোভাবেই দর্শক আমাকে নিচু মানের সিনেমাতে পাবেন না। ভবিষ্যতে আমার সিনেমা মানেই ভিন্ন কিছু হবে আশা রাখছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us