এখনই আফিফকে কোনো উপাধি না দেই: তামিম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ১০:৪৮

২০১৯ সালে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে শক্ত নার্ভের পরিচয় দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। জিম্বাবুয়ের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে মাত্র ৬০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।


সেখান থেকে মাত্র ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে জেতান আফিফ। শুধু সেই একটি ম্যাচই নয়, এরপর আরও অনেকবার দলে কঠিন বিপদের মুহূর্তে চওড়া হয়েছে আফিফের ব্যাট। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৪৫ রানে ৬ উইকেট পড়ার পর মেহেদি হাসান মিরাজের সঙ্গে রেকর্ড ১৭৪ রানের জুটি গড়ে দলকে জেতান তিনি।


সেদিন ক্যারিয়ার সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেছিলেন আফিফ। একই ধরনের পারফরম্যান্স করেন দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় ওয়ানডেতে। সবশেষ জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচেও দলের ত্রাণকর্তা (ক্রাইসিস ম্যান) হিসেবে আবির্ভূত হয়েছেন আফিফ। এনামুল হক বিজয় ছাড়া বাকি ব্যাটারদের ছন্নছাড়া পারফরম্যান্সের দিন ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ২৫৬ রানের লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন আফিফ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us