বিদায় ‘হাইস্কুল সুইটহার্ট’

প্রথম আলো প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০৮:৩৭

গায়িকা হিসেবে চারবার গ্র্যামি জিতেছেন। তবে অনেক ভক্তের কাছে এখনো তিনি ‘গ্রিজ’ ছবির ‘স্যান্ডি’ হিসেবেই পরিচিত। হবেনই–বা কেন, ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ছবিটিতে জন ট্রাভেলটার বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান। সত্তরের দশকে বড় হয়েছেন, গান-সিনেমার প্রতি আগ্রহ ছিল অথচ তাঁকে চেনেন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। সেই গায়িকা-অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন মারা গেছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৭৩ বছর বয়সে অলিভিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এএফপি। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি। ১৯৯২ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তিন দশক ধরে এ রোগের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তৃতীয়বারের মতো ক্যানসার ধরা পড়েছে তাঁর।


‘গ্রিজ’ ছিল অলিভিয়ার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া কাজ। ছবিতে ‘পাশের বাড়ির মেয়ে’ হিসেবে তাঁর পারফরম্যান্স কে ভুলতে পারেন। স্কিন টাইট কালো প্যান্ট, গোড়ালি পর্যন্ত লম্বা স্কার্ট আর ঢেউখেলানো চুলের ‘স্যান্ডি’কে এত দশক পরও মনে রেখেছেন দর্শক। এ ছবির পরই বিশ্বজুড়ে ‘হাইস্কুল সুইটহার্ট’ হিসেবে খ্যাতি পান তিনি। মুক্তির পর তিন দশক ধরে সর্বকালের সেরা ব্যবসাসফল মিউজিক্যাল ছবি হয়ে ছিল ‘গ্রিজ’। প্রিয় ‘স্যান্ডি’র মৃত্যুর পর ‘ড্যানি’ চরিত্রে অভিনয় করা জন ট্রাভেলটা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রিয়তম অলিভিয়া, তুমি আমাদের সবার জীবন আরও উপভোগ্য করছ। তোমার প্রভাব অবিশ্বাস্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us