ইউক্রেনের দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে রুশ হামলায় নিহত ১৩

প্রথম আলো প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৬:২২

ইউক্রেনের মধ্যাঞ্চল দিনিপ্রোপেত্রভস্কের গভর্নর বলেছেন, ওই অঞ্চলে রাশিয়ার গোলা হামলায় ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতভর এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের।


বুধবার গভর্নর ভালেন্তাইন রেজনিচেনকো বলেন, দিনিপ্র নদীতীরবর্তী মারগানেৎস এলাকায় গোলা হামলায় ২০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বিদ্যুতের একটি সংযোগ লাইনে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া হামলার কারণে একটি হোস্টেল, দুটি স্কুল, একটি কনসার্ট হল, প্রধান কাউন্সিল ভবন এবং অন্য প্রশাসনিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।


শুরুতে নিহতের সংখ্যা ২১ বলে উল্লেখ করেছিলেন ভালেন্তাইন রেজনিচেনকো। বলেছিলেন, নিকোপোল এলাকায় ১১ জন এবং মারগানেৎস এলাকায় ১০ জন নিহত হয়েছেন। তবে পরে এক টেলিগ্রাম বার্তায় নিহতের সর্বমোট সংখ্যা ১১ বলে উল্লেখ করেন। প্রাথমিক তথ্য কেন ভুল ছিল, সে ব্যাপারে উল্লেখ করা হয়নি।


পরে তিনি আবার বলেন, আহত আরও দুই ব্যক্তি মারা গেছেন। ইউক্রেনে চলমান অভিযানে বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

কিয়েভে সিরিজ বিমান হামলা রাশিয়ার

সমকাল | ইউক্রেন
৩ সপ্তাহ, ৬ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us