যাত্রীসহ মুহূর্তেই ভেসে গেল গাড়ি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৩:২৭

গাড়ি নিয়ে রাস্তা দিয়ে পাড়ি দেওয়ার সময় যাত্রীসহ মুহূর্তেই একটি গাড়িকে ভাসিয়ে নিয়ে গেছে পানি প্রবল স্রোত। মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশের ইনদওরে এ ঘটনা ঘটেছে। আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির কারণে নদীর পানি বিপজ্জনকভাবে রাস্তার উপর দিয়েই বইছিল।


তখন গাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন অনেকে। কিন্তু একটি গাড়ি পানির স্রোত কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই সেটি ভাসিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের তৎপরতায় গাড়িটির যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এদিকে, সড়ক ওপর বিপজ্জনকভাবে পানির স্রোত বয়ে যাওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে, সোমবার পানির তোড়ে ১৪টি গাড়ি ভেসে গিয়েছিল। ইনদওর থেকে কাটকুট অরণ্যে পিকনিক করতে গিয়েছিল ৫০ জন। তারা গাড়ি নিয়ে গিয়েছিলেন। পিকনিক চলছিল সুকড়ি নদীর ধারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us