রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ ভারতের বাজারে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৯:২৯

অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে এলো রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলের বাইকটি। এই মোটরসাইকেলের অপেক্ষায় দীর্ঘ দিন ধরেই বাঁধ ভাঙছিল রয়েল এনফিল্ড ভক্তদের।


মোট তিনটি ভ্যারিয়েন্টে দেশের মার্কেটে নিয়ে আসা হয়েছে রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। তাদের মধ্যে রেট্রো ভ্যারিয়েন্টের দাম দেড় লাখ টাকা, হাইয়ার-স্পেক মেট্রো ড্যাপার ভ্যারিয়েন্টের দাম এক লাখ ৬৪ হাজার টাকা এবং টপ-অ্যান্ড মেট্রো রেবেল মডেলটির দাম এক লাখ ৬৮ হাজার টাকা রাখা হয়েছে। মনে রাখতে হবে, এনফিল্ড হান্টার ৩৫০ -এর এই প্রতিটি ভ্যারিয়েন্টের দামই এক্স-শোরুমের জন্য।


হান্টার ৩৫০ মোটরবাইকে একই ইঞ্জিন ব্যবহৃত হয়েছে, যা ক্লাসিক ৩৫০ এবং মেটেওর ৩৫০-এ দেওয়া হয়েছিল। ৩৪৯ সিসি, এয়ার-কুলড ইঞ্জিনটি সর্বাধিক ২০.২বিএইচপি পাওয়ার এবং ২৭ এনএম পিক টর্ক দিতে সক্ষম। ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে পেয়ার করা হয়েছে এই ইঞ্জিন। এই বাইকে ফুয়েল এবং ইঞ্জিনের ইগনিশন ম্যাপ ফিরিয়েছে রয়েল এনফিল্ড, যাতে হান্টার ৩৫০-এর চরিত্রের সঙ্গে খাপ খায়। গাড়িটির সর্বাধিক গতি ঘণ্টায় ১১৪ কিলোমিটার। ফুয়েল ট্যাংকের পরিমাপ ১৩ লিটার এবং মোটরসাইকেলটির ওজন ১৮১ কেজি।


এখনও পর্যন্ত যে সব বাইক রয়েল এনফিল্ড বাজারে এনেছে করেছে, তাদের থেকে ডিজাইনে অনেকটাই আলাদা এই হান্টার ৩৫০ বাইকটি। নিও-রেট্রো লুক বজায় রেখেও লেটেস্ট এনফিল্ড মডেলে কিছুটা স্ক্র্যাম্বলার-লুকিং ডিজাইনও দিয়েছে সংস্থাটি। পাশাপাশি এর হ্যালোজেন সার্কুলার হেডল্যাম্প বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। টুইন-পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি খুব সাদামাটা করা হয়েছে এবং সেখানে একটি ট্রিপার নেভিগেশন সিস্টেমও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us