জ্বালানি তেলের দাম হুট করে বেড়ে যাওয়ায় মোটরসাইকেল নিয়ে পেট্রলপাম্পে আসেন আতাউর শেখ (৪৫)। গতকাল শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দীর্ঘ লাইনে থেকে তিনি পেলেন মাত্র ১০০ টাকার অকটেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুসারে জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘তেলের দাম বাড়ানোর একটি লিমিট আছে। এভাবে দাম বাড়ানো মানে গরিব মারার সব ব্যবস্থা করা। এখন ধুঁকে ধুঁকে মরার পালা আমাদের।’
শুধু আতাউরই নন, মাদারীপুরে তাঁর মতো শত শত মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসচালক পাম্পে ভিড় করেন পেট্রল ও অকটেন নেওয়ার জন্য। তাঁদের মধ্যে কেউ কেউ মোটরসাইকেলের ৫০০ টাকা পর্যন্ত জ্বালানি তেল নেন। তবে বেশির ভাগ ক্রেতাকে দেওয়া হয় ১০০ থেকে ২০০ টাকার সমপরিমাণ তেল। পেট্রলপাম্পগুলোয় চাহিদা অনুসারে তেল না পাওয়ায় অনেককেই বিক্ষোভ করতে দেখা যায়।