কাঁচামরিচ ২৪০, শুকনো মরিচ ৪৫০ টাকা

যুগান্তর প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৮:১২

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাঁচামরিচের দাম বেড়ে খুচরা বাজারে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শুকনা মরিচের দামও বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি।    



মঙ্গলবার বিরামপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ পাইকারি ২০০ কেজি দরে বিক্রি হচ্ছে। এই মরিচ খুচরা দোকানে ২২০ থেকে ২৪০ টাকা কেজি। অপরদিকে শুকনা মরিচ খুচরা বাজারে প্রকার ভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহ আগেও কাঁচামরিচ ১৫০ টাকা ও শুকনা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।


উপজেলার মুকুন্দপুরের কৃষক আলাউদ্দিন জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে মরিচ গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে কাঁচামরিচের উৎপাদন কমে গেছে।


কাঁচাবাজারের সবজি বিক্রেতা রতন জানান, উৎপাদন কম হওয়ায় বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। স্বল্প পরিমাণ কাঁচামরিচ বাজারে এলেও দাম অত্যন্ত বেশি। আর এই কাঁচামরিচের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শুকনা মরিচের দাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us