চলমান বিদ্যুৎ সংকটে দেশের অন্যতম প্রধান খাদ্য শস্য উৎপাদনকারী অঞ্চল পাবনা বিসিক শিল্প নগরীর উৎপাদন কমেছে। দিনের মধ্যে কয়েক দফা বিদ্যুৎ চলে যাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বেড়েছে উৎপাদন খরচও।
সংকট নিরসনে উৎপাদন সচল রাখতে শিল্প নগরীকে লোডশেডিংমুক্ত রাখার আবেদন জানিয়ে বিদ্যুৎ বিভাগের কাছে আবেদন জানিয়েছে পাবনা বিসিক কর্তৃপক্ষ।
পাবনা বিসিক সূত্রে জানা গেছে, প্রায় ১১০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত বিসিক শিল্প নগরীর ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে চালু রয়েছে ১৬৯টি, প্রতিষ্ঠান যার বেশিরভাগই খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
পাবনা বিসিকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাবনা বিসিক শিল্প নগরীতে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ মেট্রিকটন খাদ্যপণ্য উৎপাদন হয়, যা দেশের বিসিক শিল্প নগরীগুলোর মধ্যে সর্বাধিক পরিমাণ খাদ্যের উৎপাদন।'