ইউরোপে চলমান মাঙ্কিপক্স প্রাদুর্ভাবে স্পেনে প্রথম একজনের মৃত্যুর ২৪ ঘণ্টা না যেতেই দেশটিতে এই ভাইরাস আরও একজনের প্রাণ কেড়েছে। মাঙ্কিপক্সের উৎপত্তিস্থল আফ্রিকার বাইরে স্পেন ছাড়াও ব্রাজিলে একজন মারা গেছেন এই ভাইরাসে।
শনিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের ৩ হাজার ৭৫০ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২০ জন এবং মারা গেছেন দু’জন। দ্বিতীয় রোগীর মৃত্যুর তারিখ জানানো হয়নি। শুক্রবার দেশটিতে মাঙ্কিপক্সে প্রথম একজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়।
মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হবে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি ও সতর্কতা সমন্বয় কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্পেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৯৮ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। বিশ্বে যে কয়েকটি দেশে মাঙ্কিপক্সে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, তার মধ্যে স্পেন অন্যতম।
এর আগে, শুক্রবার ব্রাজিলে প্রথম একজন রোগী মাঙ্কিপক্স ভাইরাসে মারা গেছেন বলে ঘোষণা দেওয়া হয়। তবে ব্রাজিল কর্তৃপক্ষ বলেছে, মৃত রোগী অন্যান্য গুরুতর অসুস্থতা ভুগছিলেন।