ইউরোপে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স, যুক্তরাষ্ট্রের অবস্থাও খারাপ: ডব্লিউএইচও

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১১:১৪

ইউরোপের দেশগুলোতে খুব দ্রুত মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেসাস। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মাঙ্কিপক্স পরিস্থিতি এখন বেশ খারাপ অবস্থায় আছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলন এসব কথা বলেছেন তেদ্রোস। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। 



বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন, এ দুটি অঞ্চলে পরীক্ষায় ৯৫ শতাংশ মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৭৮টি দেশে ১৮ হাজার মানুষের শরীরে মাঙ্কিপক্সের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ৭০ শতাংশেরও বেশি শনাক্ত হয়েছে ইউরোপীয় অঞ্চলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ২৫ শতাংশ। 



তেদ্রোস আধানম ঘেব্রেসাস আরও বলেছেন, শনাক্ত হওয়া ৯৮ শতাংশই ‘পুরুষের সঙ্গে পুরুষ’ যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন। এটি যেকোনো ভাইরাসের মতোই বিপজ্জনক এবং এ ধরনের সম্পর্ক মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে উৎসাহিত করতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us