চট্টগ্রামে শনাক্তের হার ১৩

প্রথম আলো প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৪:১৪

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত ১৩ শতাংশ। আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৪০৬। মোট মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের ৩২ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।


এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়। এদিনও নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত ছিল ১৩ শতাংশ।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us