‘পেট্রোলের জন্য ১০ দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি’, শ্রীলঙ্কায় তীব্র জ্বালানি সংকট

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ২০:১৮

চলমান অর্থনৈতিক সংকটের কারণে পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে না পারায় শ্রীলঙ্কায় চলছে জ্বালানির জন্য হাহাকার। প্রতিদিনই জ্বালানির জন্য গাড়ির লম্বা লাইন এখন শ্রীলঙ্কায় অতি পরিচিত একটি দৃশ্য।


রাজধানী কলম্বোর প্রধান বাণিজ্যিক কেন্দ্র থেকে শুরু হওয়া এমনই একটি দীর্ঘ লাইন সাপের মতো ঘুরে সমুদ্রতীরবর্তী পথের পাঁচ কিলোমিটার পর্যন্ত গিয়ে শেষ হয়েছে।


এই লাইনের সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন ৪৩ বছর বয়সী প্রতিম। পেশায় একজন মিনিবাস চালক। প্রতিম জানালেন, তিনি ১০ দিন যাবত জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে আছেন! 



পেট্রোল স্টেশনের দিকে কচ্ছপের গতিতে এগোতে এগোতে প্রতিম বললেন, "আমি গত বৃহস্পতিবার থেকে আমার গাড়িতেই ঘুমাচ্ছি। আমার কতটা কষ্ট হচ্ছে তা বলে বোঝানো সম্ভব না... কিন্তু উপায় নেই কোনো, এমনকি আমি পুরো এক ট্যাংক জ্বালানিও পাবো না।"


নিজের মিনিবাসে করে পর্যটকদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতেন প্রতিম। কিন্তু এখন আর দূরে কোথাও মিনিবাস নিয়ে যাওয়ার সুযোগ নেই তার, তাই এখন শুধু বিমানবন্দরে যাত্রী আনা-নেওয়া করার মতো ছোটখাটো ট্রিপ দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us