ফেসবুকের কোকেন আসক্তি কিংবা লাস ভেগাসে জুয়া খেলা

প্রথম আলো রুমিন ফারহানা প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১১:৩৪

ঘটনা ১
ট্যুং! একটা নোটিফিকেশন! লাইক, শেয়ার নাকি কমেন্ট? দৌড়ে গিয়ে মুঠোফোনটা হাতে নেয় সাদিয়া (ছদ্মনাম)। ফেসবুক চেক করে দ্রুত। মুখে হাসি। ২১ টা লাইক পড়েছে ছবিতে। মন্দ না। দ্রুত ঘুরে আসে লাইকের তালিকা থেকে। মন একটু খারাপও হয়। সবচেয়ে কাছের বন্ধু যাকে মনে করে, তার কোনো খবরই নেই। সে কি দেখেনি ছবিটা? নাকি দেখেও কিছু বলল না! চোখের পলকে মুহূর্তের জন্য মনের কোণে উঁকি দেয়, ‘হুহ! নিশ্চিত হিংসা’।


ঘটনা ২
বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধব মিলে প্রায় ৮/১০ জনের বড় একটা দল গেছে রেস্তোরাঁয় খেতে। খাবার আসতে না আসতেই সবাই ঝাঁপিয়ে পড়েছে ছবি তুলতে। চেকইন দিতে হবে, সঙ্গে দিতে হবে সুস্বাদু সব খাবারের ছবি। পরিচিত, আত্মীয়, বন্ধুসহ ফেসবুকের তালিকায় যে যে আছে, সবাইকে জানাতে হবে কোথায় খেতে গেলাম, কী খেলাম, কতটা আনন্দ করলাম ইত্যাদি ইত্যাদি। এরপর শুরু হলো পোস্ট করা ছবিতে লাইক, কমেন্ট গোনার পালা। সময় কই নিজেদের মধ্যে আড্ডা দেওয়ার? তারপরও কথা যে একেবারে হয় না, তা নয়, কিন্তু বেশির ভাগই মুখ গুঁজে আছে মুঠোফোনের পর্দায়। বিশেষ করে মেয়েরা ব্যস্ত কোন ছবিতে কেমন লাগছে দেখতে, কয়টা লাইক পড়ল, কে কী মন্তব্য করল সেই আলোচনায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us