রেমিট্যান্সে গতি দিল ঈদ

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০৮:৩৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে ঈদ ঘিরে বেড়েছে রেমিট্যান্সের প্রবাহ। ঈদের আগের সাত দিনে ৯০ কোটি ৯৩ লাখ ইউএস ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে। দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা) এ অর্থের পরিমাণ আট হাজার ৪৯৭ কোটি ৪০ লাখ টাকা।


এ হিসাবে ঈদের আগে প্রতিদিন গড়ে এক হাজার ২০০ কোটি টাকার বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স এলেও মূলত ৩১টি দেশ থেকে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণে রেমিট্যান্স আসে।


তবে ঈদে রেমিট্যান্সের প্রবাহ বাড়লেও গত অর্থবছরে (২০২১-২২) বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী সোয়া কোটির মতো প্রবাসী দুই হাজার ১০৩ কোটি ১৬ লাখ (২১.০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এই অঙ্ক আগের বছরের চেয়ে ১৫.১২ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪.৭৮ বিলিয়ন) ডলার, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স। অর্থাৎ এবার রেমিট্যান্স কম এসেছে ৩.৭৫ বিলিয়ন ডলার।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার। ফেব্রুয়ারিতে আসে ১৪৯ কোটি ৪৪ লাখ, মার্চে ১৮৫ কোটি ৯৭ লাখ, এপ্রিলে ২০১ কোটি আট লাখ, মে মাসে আসে ১৮৮ কোটি ৫৪ লাখ ডলার এবং সর্বশেষ জুন মাসে এসেছে ১৮৩ কো?টি ৭২ লাখ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us