কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার (৬ জুলাই) সকালে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুর রউফ নয়ন নামে রাজমিস্ত্রির এক হেলপার নিহত হয়েছেন। জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। তার তিন ছেলে ও ৯ মাস বয়সী এক মেয়ে রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফুলগ্রাম থেকে এক যুবক মোবাইল বিক্রি করার জন্য একই ইউনিয়নের নোয়াগ্রামে নয়নের বাড়িতে আসে। মোবাইল বিক্রির সময় একই বাড়ির কালাম নামে এক যুবক তাকে বাধা দেয়। এই নিয়ে কালাম ও নয়নের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং নানা হুমকি-ধমকি দিতে থাকে। এরই জেরে বুধবার সকালে আবদুর রউফ নয়ন নিজ বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে গেলে একই বাড়ির আবুল কাশেমের ছেলে আবুল কালাম তার হাতে থাকা ধারাল ছুরি দিয়ে আবদু রউফ নয়নকে বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।