ইলেকট্রিক গাড়ি বিক্রির ক্ষেত্রে বিশ্বজুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে ইলন মাস্কের কোম্পানি টেসলা। তবে করোনা মহামারিতে সরবরাহ সংকট ও চীনের কঠোর নীতির কারণে সম্প্রতি কোম্পানিটির বিক্রি কমেছে। এরমধ্যে কোম্পানিটির ওপর নতুনভাবে চাপ বাড়াচ্ছে চীনের অটো নির্মাতা কোম্পানি বিওয়াইডি। কারণ চলতি বছরে প্রথম ছয় মাসে তাদের বিক্রি বেড়েছে উল্লখযোগ্য সংখ্যক। বুধবার (৬ জুলাই) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এসময়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের টেসলার চেয়ে ভালো অবস্থানে রয়েছে চীনের কোম্পানিটি। কারণ প্রথম ছয় মাসে টেসলা বিক্রি করেছে পাঁচ লাখ ৬৪ হাজার ইলেকট্রিক গাড়ি।