যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘এসএসিটি ওয়ার্ল্ড ফেস্ট ২০২২’ উৎসবে মঞ্চস্থ হয় বাংলা মঞ্চনাটক। গত ২১ জুন বুদ্ধদেব বসু রচিত ও লিয়াকত আলী লাকী নির্দেশিত নাটক ‘তপস্বী ও তরঙ্গিণী’ মঞ্চস্থ করে বাংলাদেশের লোক নাট্যদল। নাটকে ‘তরঙ্গিণী’ চরিত্রে অভিনয় করেন ফারহানা মিলি। নাটকটি মঞ্চায়নের পর মিলি বেশ প্রশংসিত হন।
এ ছাড়া ফ্লোরিডার ওই উৎসবে দুটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ‘তপস্বী ও তরঙ্গিণী’। এর মধ্যে ‘আউটস্ট্যান্ডিং আর্টিস্টিক অ্যান্ড পোয়েট্রিক অ্যাচিভমেন্ট’ ও ‘এনরিচিং ফেস্টিভ্যাল অ্যান্ড প্রোভাইডিং আ ফেস্ট অব ফ্রেন্ডশিপ’ ক্যাটাগরিতে অ্যাডজুডিকেটরস অ্যাওয়ার্ডস ফর থিয়েট্রিক্যাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করে।
ফারহানা মিলি বলেন, ‘দীর্ঘদিন পর আমার মঞ্চে ফেরা হলো, তা-ও আবার দেশের বাইরে। এটা নিঃসন্দেহে অনেক আনন্দের। দলের জন্য অনেক বড় প্রাপ্তি—দুটি ক্যাটাগরিতে সম্মাননা লাভ। আমরা প্রত্যেকেই তাতে ভীষণ অনুপ্রাণিত হয়েছি।’ মিলি জানান, একই উৎসবে ২০১৪ সালে এই দলের ‘কঞ্জুস’ নাটকটিও দুটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে।