বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর উত্তাল ভারতীয় সাম্প্রদায়িক পরিস্থিতি। তার এই মন্তব্যের জেরে দেশটিতে প্রকট হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা। সম্প্রতি রাজস্থান প্রদেশে এক হিন্দু দর্জিকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত আরও দুই মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের।
রাজস্থানের জনপ্রিয় পর্যটন গন্তব্য উদয়পুরে এই হত্যাকাণ্ডের পর রাজ্যজুড়ে হিন্দু-মুসলিমদের মধ্যে প্রবল অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট ও প্রতিবাদ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
শনিবার স্থানীয় তিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, উদয়পুরের এ হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত রাজস্থানের দুই মুসলিম ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে। এ দুইজনকে মাস্টারমাইন্ড বলে অভিহিত করেছে পুলিশ।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রফুল্ল কুমার বলেন, এর আগে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল, এবার আরো দুই মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করেছি। এখানকার ইন্টারনেট সেবা ধাপে ধাপে পুনর্বহাল করা হচ্ছে এবং নিরাপত্তা বাহিনীগুলো সতর্কতা বজায় রেখে চলছে।