বেগম খালেদা জিয়া সব সময় চেয়েছেন পদ্মা সেতু হোক : গয়েশ্বর

এনটিভি প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ১৬:১০

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বেগম খালেদা জিয়া কখনো পদ্মা সেতু না হওয়ার পক্ষে ছিলেন না। বরং, তিনিও চেয়েছেন পদ্মা সেতু হোক। তবে, এই পদ্মা সেতু হওয়ায় সরকারের প্রশংসা করার কিছু নেই। কারণ, এটা জনগণের টাকায় হয়েছে।’


সুনামগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে বন্যাকবলিত দুঃস্থ নারী ও শিশুদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।


বিএনপির এই নেতা বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ করতে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে, দুর্নীতি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দি, তাই বন্দি থেকে পদ্মা সেতু নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই।’


গয়েশ্বর বলেন, ‘সুনামগঞ্জের মানুষ বন্যায় বন্দি আর বেগম খালেদা জিয়া গৃহবন্দি।  তাই তিনি সুনামগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা বোঝেন।’


আজ শনিবার সুনামগঞ্জের সদর উপজেলার লালপুর পয়েন্ট দুঃস্থ ৫০০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক সরাফত আলী সফু ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।


এ ছাড়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সহসভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলী, আব্দুল লতিফ জেপি, নাদের আহমদ, আবুল কালাম আজাদ, রেজাউল হল, ফুলমিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us