৩ প্রশ্ন: বহু বছরের পুরনো দাম্পত্যে আনবে নতুনত্বের ছোঁয়া

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ১৫:৫৭

কোন ধরনের সম্পর্ক বেশি মজবুত? কোন দাম্পত্য ততটাও নয়?


এ নিয়ে চর্চা হয় বিস্তর। কিন্তু এর আসলে কোনও নিয়ম হয় না। সম্পর্ক দু’জনের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। আর কোনও কিছুর উপর নয়। তবে এ কথা ঠিক অনেক দিন একসঙ্গে থাকতে থাকতে একঘেয়েমি আসে। কিছু কথা না আলোচনা করা অভ্যাসেও পরিণত হয় অনেকের ক্ষেত্রে। এমন সময়ে তৈরি হতে পারে জটিলতা।


দাম্পত্যে জটিলতা এড়াতে ভরসা রাখা যেতে পারে তিনটি প্রশ্নে। সে সব প্রশ্ন দু’জনেই একে অপরকে করতে পারেন। স্পষ্ট উত্তর পেলে কমবে সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা। আর নতুন করে সতেজ হয়ে উঠতে পারে দাম্পত্য।


১) প্রথম প্রশ্ন হোক কঠিন সময় নিয়ে। একে অপরকে যে কোনও সমস্যায় কতটা সাহায্য করেছেন? সে কথা জানতে চান। অকপট উত্তর দিন। যদি মনে হয় যে, নিজে আরও একটু সাহায্য করলে ভাল হত, অথবা কঠিন দিনে সঙ্গীকে পাশে পাননি, তা গোপন করবেন না। এমন কোনও কথা আছে কি, যা সঙ্গীকে বলা হয়নি? সে প্রশ্নও করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us