বিএনপি কি পাকিস্তানে থাকে যে তাদের নির্বাচনে আনতে হবে: সংসদে আইনমন্ত্রী

আজকের পত্রিকা প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১৮:১৬

সংসদে বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ওনারা কি পাকিস্তানে থাকেন যে ওখান থেকে ওনাদের নির্বাচনে আনতে হবে? ওনারা চাইলেই নির্বাচনে অংশ নিতে পারেন।’



আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের অর্থ বরাদ্দের প্রস্তাবে ছাঁটাইয়ের আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী। 


নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্যদের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়ের এক সুত বাইরেও এই সরকার যাবে না। কারণ আমরা আইনে বিশ্বাসী।’ 



পদ্মা সেতু নিয়ে সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার আলোচনা-সমালোচনার জবাব দিতে গিয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা অবশ্যই পদ্মা সেতু নিয়ে আলোচনা করব। কারণ স্বাধীনতার পর পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। আমরা পদ্মা সেতু নিয়ে আলোচনা করব না কি ওনার কাপড় নিয়ে আলোচনা করব? আমি তা করব না।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us