'উমরানের কাছে ভারতের হয়ে খেলতে পারাটাই বিশাল ব্যাপার'

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১৮:২৬

কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলের পঞ্চদশ আসরে গতির ঝড় তুলে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন উমরান মালিক। যুদ্ধবিধ্বস্ত কাশ্মীর থেকে উঠে আসা এই পেসার সুযোগ পেয়ে যান জাতীয় দলেও। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে তার যে অভিষেক হতে যাচ্ছে- এটা মোটামুটি নিশ্চিত ছিল। গতকাল প্রথম টি-টোয়েন্টিতে তার অভিষেকও হয়ে গেছে।


 

এক ওভার বল করে আহামরি কিছু দেখাতে পারেননি। তবে উমরানকে আরও সময় দেওয়ার পক্ষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া।


 


ভারতের ৭ উইকেটে জয় পাওয়া ম্যাচটি বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসে। ষষ্ঠ ওভারে ১৪৮ কিলোমিটার গতিতে দেশের হয়ে প্রথম বলটি করেন উমরান। পরে আর গতি ধরে রাখতে পারেননি।  ওই ওভারে একটি করে চার-ছক্কা খেয়ে ১১ রান দেওয়ার পর আর বোলিংও পাননি। ম্যাচ শেষে হার্দিক বলেন, 'সে যে পথ পেরিয়ে এসেছে... এমন বোলারদের সময় দেওয়া জরুরি। আজকের দিন তার ভালো গেল কী খারাপ, সেটি অপ্রাসঙ্গিক। '


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us