স্পেনের মেলিলা ছিটমহলে অনুপ্রবেশকালে ১৮ অভিবাসী নিহত

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১০:১৪

মরক্কোর সরকারি কর্মকর্তারা বলেছেন, উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় বিশাল সংখ্যক জনতা অনুপ্রবেশের চেষ্টা করলে ১৮ অভিবাসী মারা গেছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে।


মরক্কোর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বহু মানুষ এক সঙ্গে প্রবেশের চেষ্টা করলে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েক জন সীমান্ত বেড়ার উপর থেকে পড়ে মারা গেছেন।


স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনার পর বেশ কয়েক জন নিরাপত্তা কর্মকর্তা ও অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এর আগে মার্চে স্পেন ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার পর এবার প্রথমবার অভিবাসীদের বড় ভিড় অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। স্পেন পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সমর্থন করার পর সম্পর্ক নরম হতে শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us